বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

তিন দফা স্থগিতের পর রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর

প্রতিবেদক
রকিব উদ্দিন রকি, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে টানা দুইদিনের বিক্ষোভের পর অবশেষে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ নভেম্বর সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি ২১ নভেম্বরে এই নিয়োগ পরীক্ষা না হয় তাহলে, জেলা পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের অন্যান্য সদস্যরা পদত্যাগ করবেন বলে দাবি পরিক্ষার্থীদের।

আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সকালে জেলা পরিষদের কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আন্দোলনকারী পাঁচ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের অন্যতম নীতিশ চাকমা বৈঠকে শেষে জানান- “গতকাল থেকে আমাদের যে আন্দোলন তার ধারাবাহিকতায় আজ ১১টায় চেয়ারম্যান ও নিয়োগ কমিটির সাথে আমাদের বৈঠক হয়। সেখানে মূল সিদ্ধান্ত হয় আগামী ২১ তারিখ পরিক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে তারা জানান এই নিয়োগ নিয়ে হাইকোর্টে যে রিট ছিলো তা সমাধান হয়ে গিয়েছে। তাই এই নিয়োগ নিয়ে সবাই আন্তরিক। ফলে এই নিয়োগে কোন ধরনের লেনদেন ও অনিয়ম হবে না বলে তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন।”

বৈঠক শেষে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সদস্য কবিতা চাকমা বলেন- “রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ২১ নভেম্বর পরিক্ষা নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান। যদি ২১ নভেম্বরের মধ্যেই নিয়োগের লিখিত পরীক্ষা নিতে জেলা পরিষদ ব্যার্থ হয়, তাহলে জেলা পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের অন্যান্য সদস্যরাও পদত্যাগ করবেন বলে বৈঠকে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেন তিনি।”

তবে এবিষয়ে ক্যামেরার সামনে কোন ধরনের কথা বলতে রাজি হননি জেলা পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কেউ। কিন্তু পরবর্তীতে দুপুর দেড় ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল উদ্দিন’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে পুনঃনির্ধারণের কথা জানানো হয়।

মূলত এর আগে আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় এ নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার বিকালে অনিবার্য কারণ উল্লেখ করে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তৃতীয় দফায় এই নিয়োগ আবারও স্থাগিত করা হয়। এবার ৫৮৯টি শূন্যপদে আবেদন করেছিলেন ৬ হাজার ৬৪৮ জন প্রার্থী। এর আগে এই নিয়োগ কার্যক্রমে নির্ধারিত লিখিত পরীক্ষা ২০২২ সালের ২৯ মে এবং ২০২৪ সালের ২০ মে— দু’দফায় স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় গত ১১ নভেম্বর এই নিয়োগ স্থগিত করা হয়।

এতে গতকাল (বুধবার, ১২ নভেম্বর) সকাল থেকে চাকরি প্রত্যাশীরা জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। পরবর্তীতে তাদের দাবির মুখে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসতে রাজি হন জেলা পরিষদের চেয়ারম্যান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: