আগামীকাল বুধবার (১৮ জুন) চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতে উপস্থিত করতে ঢাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তায় গত ১৬ জুন (সোমবার) সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগারে আনা হয়েছে কক্সবাজার -১ আসনের সাবেক সাংসদ জাফর আলমকে।
আওয়ামী লীগ সরকার পতনের পর জাফর আলম দীর্ঘ কয়েক মাস ধরে আত্মগোপনে চলে যায়। পরে তিনি ঢাকায় গোয়েন্দা সংস্থা তাকে আটক হন। তার বিরুদ্ধে ঢাকায় যুবদল নেতা শামিম হত্যা মামলাসহ একাধিক মামলায় ঢাকা কারাগারে বন্দী ছিলেন।
জানা যায়,তার বিরুদ্ধে চকরিয়া-পেকুয়ায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। একাধিক হত্যা মামলায় বুধবার সকালে আদালতে হাজির করার জন্য দিন ধার্য্য রয়েছে বলে জানান উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোলাম সরওয়ার।
এ খবরটি জানাজানির পর চকরিয়া-পেকুয়ার বিক্ষোদ্ব জনতা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী জাফর আলমের নেতৃত্বে বিএনপির ৭ জনকে গুলি করে হত্যাসহ বিভিন্ন অপরাধ করেছে।এসব হত্যা ও বিচারের দাবিতে চকরিয়া পেকুয়ার হাজার হাজার জনতা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, জাফর আলম অল্প সময়ে চিংড়ি ঘের, জমি দখলসহ বিভিন্ন অপরাধ করে কয়েকশ কোটি টাকার মালিক হয়েছে। তার রয়েছে বিভিন্ন মার্কেটসহ স্থাপনা। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, সাবেক সাংসদ জাফর আলমকে আদালতের আদেশে হাজির করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বিক্ষোভ মিছিলের তথ্য আমার কাছে নেই। নিরাপত্তার জন্য আদালত সহায়তা চাইলে থানা পুলিশ দিতে বাধ্য।