মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ

গত ৩১ আগস্ট (শনিবার) মধ্য রাত হতে কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে কাপ্তাইয়ের জেলেদের মাছ ধরার কথা থাকলেও পাহাড়ের একটি আঞ্চলিক দলের সদস্যদের চাঁদা প্রদান না করায় তাঁরা কাপ্তাই লেকের জেলেদের মাছ ধরা বন্ধ করতে বলেছেন। ফলে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গত রবিবার (১ সেপ্টেম্বর)  সকালে মাত্র ১৪ টন ২ শত ৫৮ কেজি মাছ জেলেরা অবতরণ করেন। যেখানে প্রথমদিন ২০ টনের বেশী মাছ আহরণের কথা ছিল। মাছ আহরণে সাথে যুক্ত জেলেরা জানান, সেদিন শুধুমাত্র জেটিঘাট সংলগ্ন আশেপাশের কয়েকটি পয়েন্ট হতে তাঁরা মাছ ধরে এই অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য এনেছিলেন।

তবে এই সংকট কাটিয়ে গতকাল সোমবার (২ সেপ্টেম্বর)  সকালে কিছু পরিমাণ মাছ আসলেও বেলা ২ টা থেকে কাপ্তাই অবতরণ কেন্দ্রে জেলেরা মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম পুরোদমে  শুরু করেছেন।

সোমবার (৩  সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, জেলেরা কাপ্তাই লেক হতে ইঞ্জিন চালিত বোটে করে সেই ভোর ৬ টা হতে লংগদুর মাইনি, বরকল, বিলাইছড়ি হতে  আইল, কাঁচকি, চাপিলা, চিংড়ি সহ বিভিন্ন জাতের মাছ ধরে এনে অবতরণ কেন্দ্রে নিয়ে আসছেন। এবার রুই, কাতলা, মৃগেল সহ বড় মাছের সংখ্যা তেমন দেখা যায় নাই। তবে প্রচুর পরিমাণ কাচকি ও চাপালি মাছ দেখা গেছে এই অবতরণ কেন্দ্রে। এসময় এই অবতরণ কেন্দ্রে জেলে, মৎস্য ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

এই মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয়, কাপ্তাই  মৎস্য ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া ও সদস্য মো:  জাহাঙ্গীর এর সাথে। তাঁরা বলেন, আজকে এই মৎস্য অবতরণ কেন্দ্রে সকাল হতে চাপিলা, কাচকি এবং চিংড়ি জাতের মাছ আসতেছে। তবে বড় মাছের দেখা এখনোও পাই নাই।

মাছ ব্যবসায়ী কাঞ্চন দাশ ও মো: নুর নবী বলেন,  এখানে চাপিলা, কাচকি ও বাচা মাছ বেশি পাওয়া যাচ্ছে।

মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় পাইকারি মাছ বিক্রেতা মো: নজরুল এর সাথে, তিনি বলেন, এখান থেকে মাছ কিনে আমি ট্রাকে করে বরফ দিয়ে লেকের মাছ   রংপুর, শেরপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় খুচরা মাছ বিক্রেতাদের কাছে বিক্রি করি। লেকের মাছ সুস্বাদু, তাই চাহিদা বেশি।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন বলেন, গত ১ সেপ্টেম্বর এই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ আহরণ হয়েছিল ১৪ টন ২ শত ৫৮ কেজি। এদিন রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৫ টাকা। গত ২ সেপ্টেম্বর মৎস্য আহরণ হয়েছিল ২০ টন ৮ শত ৯৫ কেজি এবং ঐদিন রাজস্ব আদায় হয়েছিল ৪ লাখ ৩৫ হাজার ৬ শত ৫ টাকা। তিনি আরোও বলেন, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬ টা হতে ৮ টা পর্যন্ত এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৩ টন পর্যন্ত মাছ আহরণ হয়েছে। তবে দিন শেষে আরোও অনেক মাছ আসবে এই কেন্দ্রে।

উপ কেন্দ্র প্রধান মো: জসিম উদ্দিন আরোও বলেন, লেকে অতিরিক্ত পানি থাকায় বড় মাছ কম ধরা পড়ছে, তবে ছোট মাছ যেমন কাচকি, চাপিলা মাছ বেশী ধরা পড়ছে।

উল্লেখ্য যে কাপ্তাই লেকে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের  গত ২৫ এপ্রিল  তারিখ হতে মৎস্য ধরা ও বিক্রয় কার্যক্রম বন্ধ ছিল। ৩১ আগস্ট  কাপ্তাই লেকে  মধ্য রাত  হতে মাছ ধরা এবং ১ সেপ্টেম্বর সকাল  ৬ টা  হতে রাঙামাটির বিভিন্ন  মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রয় কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই এলপিসি ইউনিটকে আরও আধুনিকায়ন করা হবে- বিএফআইডিসির চেয়ারম্যান

নির্বাচন কাছাকাছি এলে সুবিধাবাদীরা ষড়যন্ত্র করে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি

ছাত্রলীগ নেতা জয় হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টিএসএফের মানববন্ধন

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিলোকানন্দ ভান্তের প্রয়ানে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির শোকাঞ্জলি

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সহায়তা করায় কাপ্তাইয়ের গ্রাম পুলিশ সুমন দাশ পুরস্কৃত 

কাপ্তাইয়ে সরকারি প্রকল্পের সুবিধাভোগী নিয়ে দীপংকর তালুকদারের  মতবিনিময় সভা

রাঙামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

রাঙ্গুনিয়ার ইসলামপুরে পিতা পুত্রের বিষপান

%d bloggers like this: