কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে মৎস্যজীবি পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার ৬শত ৭৫ জন মৎস্যজীবির মাঝে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, স্থানীয় ইউপি মেম্বারগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে ৬ শত ৭৫ জন মৎস্যজীবি পরিবারের মাঝে জুলাই ২০২৫ মাসের বাবদ প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হতে জুলাই-২০২৫ মাসের জন্য সর্বমোট ১৩.৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়।