রামগড়ে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার নির্দেশনা দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম।
তিনি আজ বুধবার (১৩ আগষ্ট) দুপুরে রামগড় থানার আয়োজনে থানার কনফারেন্স রুমে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠান ও থানা পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন পিপিএম সেবা, রামগড় থানার ট্রাফিক ইন্সপেক্টর জয় দেব গোপাল নাথ।
পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
পুলিশ সুপার আরো বলেন, উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এলাকার মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি বিষয়ে কমিউনিটি পুলিশিং কমিটি ও থানা পুলিশের সমন্বয়ে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গের কাছ থেকে থানা এলাকার অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবা সম্পর্কে বক্তব্য শুনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায়, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত উল্যাহ, জামায়াতে ইসলামির আমীর ফয়জুর রহমান, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এনসিপি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।