শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। নিহতরা হলেন পশ্চিম ট্রাইবেল আদামের মিঠু দেওয়ান এবং কলেজ গেট মন্ত্রী পাড়ার নিপন চাকমা। নিহত দুজনই ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন। এদের কর্মস্থল ছিল মিতুর সীতাকুন্ডে এবং নিপনের কুমিরায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতরা শনিবার রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান আগুন নেভাতে। এ সময় বিস্ফোরণ হলে এরা ঘটনাস্থলে নিহত হন।
মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান নিজের ভাইয়ের মৃত্যুর কথা পাহাড়ের খবরের কাছে নিশ্চিত করেন। তিনি বলেন ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তার লাশ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।
টিটু দেওয়ান বলেন, মিঠু সম্প্রতি পদোন্নতি পেয়ে সীতাকুন্ডে যোগদান করেন। ১৯৯৩ সালে মিতু ফায়ার সার্ভিসে যোগদান করেন।
এদিকে নিপনের ছোট ভাই খোকন জানান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা শনাক্ত করতে পারছি না।
নিপনের সহকর্মী লিটন চাকমা পাহাড়ের খবরকে বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। কুমিরা সীতাকুন্ডের পাশে। শনিবার অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুর্ঘটনার শিকার হন।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন