“অসমতার বিরুদ্ধে লড়াই করি”দুর্যোগ সহনশীল গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ঃ০০ টায় উপজেলা প্রশাসন বিলাইছড়ির এর আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
আরো উপস্থিত ছিলেন দুলাল বাড়ৈই, এসআই (নিঃ) বিলাইছড়ি থানা, রুবেল বড়ুয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিপ্লব বড়ুয়া, সাধারন সম্পাদক উপজেলা শিল্পকলা একাডেমি বিলাইছড়ি। এছাড়াও জনপ্রতিনিধি বৃন্দ, রেডক্রিসেন্টের সদস্যগন উপস্থিত ছিলেন বলে জানা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন, দুর্যোগের পূর্ববর্তী এবং পরবর্তী সময় করনীয় বিষয়,জলবায়ু পরিবর্তনের সময় ভূমিধস, পাহাড়ধস, বন্যা সহ নানা দুর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।