রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে ১ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বুধবার (৪ ডিসেম্বর) পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। সাজেকে পর্যটক নিরাপত্তার স্বার্থে হঠাৎ করে এই আদেশ দেওয়ার কারনে সেখানে সাড়ে ৫শতাধিক পর্যটক আটকে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাজেক ও তার আশ-পাশের এলাকায় উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। গত তিন দিন যাবৎ সাজেক এবং আশপাশের এলাকায় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল সন্তু লারমা জেএসএস গ্রুপ ও প্রসিত গ্রুপ ইউপিডিএফ ২ গ্রুপের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এধরনের ঘটনা প্রায় সময় ঘটে থাকে সাজেক এলাকায়। এতে পর্যটন শিল্পের উপর বড় ধরনের আঘাত আসে। অপর দিকে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের বেকায়দায় পড়তে হয়। এটার একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
খাগড়াছড়ি জীপগাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফত জানিয়েছেন,গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গিয়েছে তাতে প্রায় ৪ শতাধিক পর্যটক রয়েছে। গোলাগুলির ঘটনার কারনে গতকাল মঙ্গলবার সাজেকে অবস্থারত পর্যটক ফিরতে না পারায় আজ বুধবার বেলা ২টায় আইনশৃঙ্খলাবাহিনী নিরাপত্তা দিয়ে পর্যটকদের গন্তব্যে পৌছিয়ে দেবে বলে জানিয়েছে সাজেক থানার ওসি (তদন্ত) আবু সাঈদ।