রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব ক্বিরাতুল কুরআন মডেল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার জন্য দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ক্বিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা এইচ এম হোসাইন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুস সামাদ,সদস্য সচিব নাছির, পৌর শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ, সাধারণ মো: ইয়াসিম, উপজেলা সাইবার দলের সভাপতি নোমাইনুল ইসলাম, পৌর সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















