কক্সবাজারের ঈদগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় রশিদা খাতুন(৫৯) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়া গ্রামের আমানউল্লাহর স্ত্রী।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে পোকখালী–চৌফলদণ্ডী সড়কের মালমুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এদিন সকালে রশিদা আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকযোগে বাড়িতে ফিরছিলেন। মালমুরা এলাকায় নেমে চালককে ভাড়া দেয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাবক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ আট ঘণ্টা চিকিৎসার পর একইদিন বিকেলে তার মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মছিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।