বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

‎রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস ও এসিজি এই তিন প্ল্যাটফর্মের শতাধিক স্বেচ্ছাসেবী একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

‎বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভাতে তারা এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ বছরের প্রতিপাদ্য ছিল “দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে”।

‎সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এবং সঞ্চালনা করেন সনাক সদস্য রেজাউর রশীদ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য সীমা দেওয়ান।

‎টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলীয় উপস্থাপনার ওপর ভিত্তি করে সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

‎এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা রাঙামাটিতে টিআইবি সমর্থিত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি, সফলতা ও চ্যালেঞ্জ উপস্থাপন করেন। পরে অংশগ্রহণকারীরা ছয়টি দলে বিভক্ত হয়ে আলোচনা করেন এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি দমন সংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে পরামর্শ দেন।

‎সনাক সদস্য মোহাম্মদ আলী এর পরিচালনায় অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দুর্নীতিবিরোধী নানা বিষয়েই মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা। সভা শেষে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা পরবর্তী করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সকলের সাথে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেন। দিনব্যাপী এ আয়োজনের শেষাংশে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: