রাঙামাটিতে মেধাবী ও দরিদ্র স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে বঙ্গবন্ধু উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপবৃত্তি প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সমাজে সহনশীলতা প্রয়োজন। স্যোসাল মিডিয়াতে আমরা যা দেখবো তা আমরা বিশ্বাস করবো না। নিজে জানতে মানুষকে জানাতে হবে। তোমার স্বপ্নটাকে আরো বড় করতে হবে। বিকসিত হতে হলে বাবা মা সবার সাথে মিশতে হবে। তোমরা আরো মেধাবী হও এই প্রত্যাশা রইলো। আজ তোমরা শিশু আগামীতে দেশের কর্ণধার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা ও সদর উপজেলা ইউএন নাজমা বিনতে আমিন,সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকসহ কলেজ ও স্কুল মাদ্রাসার শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
জেলায় ১২৩ জন,সদরে উপজেলায় ৩৭ জন এবং মোট ৩ লক্ষ ৭ হাজার ৫ শ’ এবং সদরে উপজেলায় ৯৭ হাজার টাকা প্রদান করা হয়।
পরে শিক্ষাথীদের মাঝে উপবৃত্তির টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।