রাঙামাটির মানিকছড়ি চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক থেকে অভিনব কৌশলে পাচারকৃত চিড়াই কাঠ জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় কাঠ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে বনবিভাগ কর্তৃপক্ষ।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ট্রাকটির নম্বর বরিশাল-ট-১১-০২৫৮। এতে থাকা ৩৩টি গ্যাস সিলিন্ডারের নিচে লুকিয়ে রাখা ছিল প্রায় ৪৬৩ ঘনফুট চিড়াই কাঠ।
আটককৃতরা হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে মোঃ আবদুল অদুদ ওরফে কামরুল (৩৮) এবং একই উপজেলার গাবতলি এলাকার মৃত আঃ রশিদের ছেলে ও ট্রাক হেলপার মোঃ আবদুল মান্নান (৩৫)।
বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। আটক ট্রাক, গ্যাস সিলিন্ডার ও দুই আসামিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বিকেলে আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করবে বলে জানিয়েছেন বন বিভাগ কর্মকর্তা।
পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙামাটি জেলা শাখার সহকারী বন সংরক্ষক মাসুম আলম বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। আটককৃত ট্রাক থেকে ৬৯৪ পিছ গোদা, গুটগুটিয়া ও চম্পাফুলের কাঠ জব্দ করা হয়। যেখানে এই তিন প্রজাতির ৪৬৩ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। একই সাথে ৩৩ টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার সহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।