রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি–বাঙালি মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুল মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করে মারিশ্যা জোনের ২৭ বিজিবি।
জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)–এর সার্বিক দিকনির্দেশনায় এই সেবা কার্যক্রম পরিচালনা করেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা। স্বাস্থ্যসেবা নিতে আসা শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী–পুরুষকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে জোন কমান্ডার স্থানীয়দের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ বিজিবির বিভিন্ন স্তরের জেসিও ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও প্রশংসার সাড়া ফেলেছে।


















