বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের হ্যাপীর মোড় হতে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এবিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই সবাইকে উন্নত ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষক হলো একটি সম্মানি পেশা এ পেশাকে কখনো ছোট বা খাটো করে দেখার কিছুই নেই। আসুন সবাই মিলে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গ্রহন করি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি দাশ, রাঙামাটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আহম্মদ, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ আরো অনেকে।