রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নতুন বই বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের সহায়তায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানর কৃষিবিদ কাজল তালুকদার। বুধবার সকালে শহরের জিমনেসিয়ান মাঠ সংলগ্ন প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রে এর আয়োজন করা হয়েছে।
প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছারের সভাপতিত্বে ও মুজিবুর রহমান বুলবুল আহম্মেদএর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের অবদান অনেক। ২০২৩-২০২৪ অর্থবছরে এই প্রতিবন্ধী স্কুল হতে ১১জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রায় ১১লক্ষ টাকা নিয়ে এসেছেন। সত্যি এটা আমাদের গর্বের বিষয়। এই প্রতিবন্ধী স্কুলের অনেক সুনাম রয়েছে। আগামীতে এই প্রতিবন্ধী স্কুলটি আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। প্রতিবন্ধীরাও মানুষ তাদেরকে কোন মতেই অবহেলা করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জাতীয় ফুট বল খেলোয়াড় বরুণ দেওয়ান, গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা রুপনা চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,স্কুল কমিটির সদস্যবৃন্দসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়রা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং নতুন বছরের নতুন বই তুলে দেন।