রাঙামাটিতে হোমিওপ্যাথি চিকিৎসার জনক খৃশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল মহাত্মা হ্যানিম্যানের জন্ম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় শহরের বনরুপা কাটাপাহাড় এলাকার মর্ডার্ণ হোমিওপ্যাথি ক্লিনিক হলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত চিকিৎসক পরিষদের রাঙামাটি জেলার প্রধান উপদেষ্টা স্বনামধন্য চিকিৎসক ডা. রুপম দেওয়ান। অনুষ্ঠানে জেলার হোমিও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. জল হরিদাশ ও ডা. বকুল বিকাশ দেওয়ান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সম্মিলিত হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের রাঙামাটি জেলার মহিলা সম্পাদিকা ডা. মিত্রা চাকমা, সহ-সভাপতি ডা. বিবেকানন্দ রায়, ডা. পল্টু দাশ গুপ্ত, ডা. খায়রুল ইসলাম, ডা. দিদারুল, ডা. সুনেন্টু বিকাশ চাকমা, ডা. সুশীল চাকমা, ডা. বকুল বিকাশ দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. রুপম দেওয়ান বলেন, কেন্দ্রীয় সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের (চট্টগ্রাম) সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হোমিও বোর্ডের সদস্য ডা. একেএম ফজলে সিদ্দিকীর বলিষ্ঠ নেতৃত্বে সরকারি আইনি লড়াইয়ের মাধ্যমে সারা বাংলাদেশের হোমিও চিকিৎসকদের চট্টগ্রামে একত্রিত করে হোমিও বোর্ডের চেয়ারম্যান ও হোমিও জগতের সাহসী বীর ডা. দিলীপ রায় ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রীদের পরামর্শ ও আইনি সহায়তায় হোমিও ডাক্তারের নাম লেখার পূর্ণমর্যাদা প্রতিষ্ঠা করেছেন।
মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করে এ রায় অর্জন করেছেন তারা। এজন্য তাদেরকে আমরা ইতিহাসের পাতায় স্মরণীয় করে চির কৃতজ্ঞতায় থাকব। তাই ডা. দিলীপ রায়, ডা. আবুল কালাম আজাদ ও ডা. ফজলে সিদ্দিকীকে কৃতজ্ঞতার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডা. রুপম দেওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. ওয়াহিদ, ডা. দেবদত্ত মুৎসুদ্দী, ডা. নমিতা রানী গুহ, ডা. অলকা চাকমা, ডা. কোহেলী ত্রিপুরা, ডা. কাউসার, ডা. বুদ্ধ চন্দ্র চাকমা, ডা. রতন দেবনাথ, ডা. পদ্ম লোচন দেওয়ান, ডা. জুপিটার চাকমা, ডা. কনিস্ক চাকমা, ডা. শ্যামল চাকমা (উপদেষ্টা), প্রবীন চিকিৎসক ডা. মৃনাল কান্তি চাকমা ও ডা. শ্যামল চাকমা। অনুষ্ঠানে আগামী ২০ এপ্রিল হোমিও বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়।