সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুড়াছড়ির দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করলো সেনাবাহিনী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২২, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির জুড়াছড়ি উপজেলার শৈয়াল ও থাচিপাড়ায় নৃ-গোষ্টী মানুষের জন্য বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত মাসের ২৫ নভেম্বর পাহাড়ের সশস্ত্র দলের আধিপত্য নির্মূল এবং দুর্গম এলাকার নৃ-গোষ্টীর জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে দীর্ঘমেয়াদি বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

অভিযান পরিচালনা কালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্গম শৈয়ালপাড়া এবং থাচিপাড়ার নৃ-গোষ্টীর এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবগত হন। দুর্গম পাহাড়ি এই পাড়াগুলোর মানুষের একমাত্র বিশুদ্ধ পানির জন্য আনুমানিক ৫০০ থেকে ৬০০ ফুট নিচে গিয়ে ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের নিত্য দিনের কার্যক্রম পরিচালনা করে যা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার।

এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিক ভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনীর টহলদল উদ্যোগ গ্রহণ করে।

রাঙামাটি রিজিয়নের জুড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় ২১ ডিসেম্বর শৈয়ালপাড়া এবং থাচিপাড়ায় দুটি পৃথক পানির পয়েন্ট স্থাপন করে। ফলে শৈয়ালপাড়ায় প্রায় ১৬ টি পরিবার ও ৬০ জন এবং থাচিপাড়ায় প্রায় ২০০ জন (৭৫টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা লাভ করছেন। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান যতদিন প্রয়োজন চলমান থাকবে। একই সাথে প্রান্তিক পাহাড়ের নৃ-গোষ্টীর জনসাধারন এর দূর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: