বিলাইছড়িতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির এবং সহ-সভাপতি হাসান সিকদার, বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম এবং সহ-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, সহ -সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, জাসাস দলের সভাপতি মো. শফিকুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক VL পাংখোয়া, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।