কাপ্তাই উপজেলায় অবস্থিত ওয়াগ্গাছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে বুধবার (২৬ অক্টোবর) শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটি এর উপমহাপরিদর্শক কার্যালয়ের আয়োজনে সভায় বক্তব্য দেন রাঙামাটির উপ-মহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন, শ্রম পরিদর্শক ( সাধারণ) মোঃ জহিরুল ইসলাম ও বিজ্ঞান জ্যোতি চাকমা, ওয়াগ্গাছড়া চা-লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী ও ফয়সাল আমিন কাদেরী, চা-বাগান শ্রমিক বাচ্চু মিয়া, ছাই তয়াই অং মার্মা, শাহীন, তাজু ও শামীম।
এইসময় বক্তারা বলেন, টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে, আগে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সরকার বাংলাদেশ শ্রম আইন ২০০৬ কে সংশোধন করে যুগোপযোগী করেছে, যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিরাপদ কর্মস্থল তৈরীর মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে টেকসই করা যায়।