কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে (৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে অগ্রগতি, অর্জন, গ্রামীণ জনগোষ্টীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ( ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় জনসস্পৃক্ততা বৃদ্ধি সহ সরকারের নানা সাফল্য বিষয়ে জনগনকে অবহিতকরনের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।
তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা সভানেত্রী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লংবতি ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার তনচংগ্যা , রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান , শিক্ষক শ্রদ্ধা শংকর তনচংগ্যা প্রমুখ।
সমাবেশে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন এর মহিলা জনপ্রতিনিধি, পাড়াকর্মী সহ নানা শ্রেণীর মহিলারা উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করেন।