বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে নিখোঁজের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ হওয়ার ২৩ দিন পর উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা উদ্ধার হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে তাকে সম্পূর্ণ সুস্থ শরীরে উদ্ধার করা হয়েছে। এর আগে ২৫ আগষ্ট রাজস্থলীর আরেক ইউনিয়ন গাইন্দ্যা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।

জানা যায়, নিখোঁজের দিন সকালে রাজস্থলী উপজেলা সদরের সোনালী ব্যাংকের শাখা থেকে সম্মানি ভাতা তুলতে যান বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং। এদিন বিকালে বাড়ি ফেরার পথে একদল অপরিচিত সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন। এতে তার হদিস না পাওয়ায় রাতে বিষয়টি বাঙালহালিয়া সেনাক্যাম্পে জানায় তার পরিবার। পরদিন ২৬ আগষ্ট ইউপি চেয়ারম্যান আদোমং নিখোঁজের বিষয়ে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তার পারিবারিক ও নিরাপত্তাবাহিনীর সূত্র জানায়, আদোমং নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছে বিভিন্ন মোবাইল ফোনের নম্বর হতে কল করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে ব্যাপক তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে টের পেয়ে অপহৃত ব্যক্তিকে বিভিন্ন সময়ে নানা স্থানে স্থানান্তর করে অপহরণকারীরা। এর এক পর্যায়ে মঙ্গলবার  বিকালে আদোমং অপহরণে জড়িত সন্ত্রাসীদের একটি দল রাজস্থলীর গাইন্ধ্যা ইউনিয়ন এলাকায় যাতায়াত করবে এমন তথ্য নিশ্চিত হওয়ায় সেনাবাহিনীর কাপ্তাই জোনের একটি দল সেখানে গিয়ে গোপণে অবস্থান নেয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহৃত আদো মংকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অপহরণকারী সন্ত্রাসীরা। পরে সেখান থেকে আদোমংকে উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে ইউপি চেয়ারম্যান আদোমং মারমার অপহরণ ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত কিছুই জানা যায়নি, যদিও আঞ্চলিক দলের সদস্যদের দায়ী করছে তার পারিবারিক সূত্র। ভিন্ন একটি সূত্র মতে, ঘটনাটি অপহরণ, নাকি আত্মগোপণের নাটক- তা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। কারণ ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে জানা-অজানা গ্রেফতার এড়াতে সারা দেশে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, মেয়র, চেয়ারম্যানসহ বহু নেতাকর্মী আতঙ্কে পালিয়ে আত্মগোপণে চলে যেতে থাকেন। নিখোঁজ আদোমং মারমা আওয়ামী লীগ মনোনীত বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ও দলটির ইউনিয়ন সভাপতি। ঘটনার বিষয়ে সরাসরি তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি।

এ ব্যাপারে রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন জানান, নিখোঁজ হওয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাকে রাজস্থলী সাব জোনের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছেন বলে আমি শুনেছি। তবে তার অপহরণ ঘটনায় কে বা কারা জড়িত- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতেও অগ্নিসংযোগ ব্যাপক ভাংচুর ও তান্ডব-লীলা

বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির

অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়তেই সাতানব্বই সালের শান্তিচুক্তি -কুজেন্দ্র

জুরাছড়িতে অফিসার ও ফোর্সের রায়ট ড্রিল সংক্রান্ত মহড়া

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জুরাছড়িতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ 

রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

মহালছড়িতে সাঁতার ও নৌকা বাইচ প্রতিযোগিতা

%d bloggers like this: