শুধু শিক্ষক নয় জেলা পরিষদের যেকোন নিয়োগ দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আমাকে জানান। তথ্য প্রমাণের ভিত্তিতে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার চাকুরি বাতিল করা হবে। কথাগুলো বলেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন অংসুই প্রু চৌধুরী।
তিনি বলেন, শোনা কথায় ঢালাওভাবে জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে। এদে প্রতিষ্ঠানের বদনাম হয়। এটি কখনো কাম্য নয়।
তিনি বলেন রাঙামাটিতে ১০-১৫ লাখ টাকা ঘুষ দিয়ে চাকুরী নেবে এ সাধ্য আছে এমন মানুষের সংখ্যা নেই রাঙামাটিতে। রাঙামাটির মানুষ এখনো অনেক গরীব। কিন্তু যেভাবে গুজব রটানো হয় এতে মনে হয় মানুষ জেলা পরিষদের চাকুরী নেওয়ার জন্য টাকার ব্যাগ নিয়ে জেলা পরিষদের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়ায়। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান পরিষদ কাজ করছে বলেন অংসুই প্রু চৌধুরী।
চেয়ারম্যান আরো বলেন রাঙামাটিতে স্বাস্থ্য খাত অনেক উন্নতি করেছে। এখন হাসপাতালের ডাক্তারের সংকট নেই। মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখছেন নিয়মিত। এখন রাঙামাটি রোগীদের বাইরে যেতে হচ্ছে কম। জেনারেল হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। এটির কাজ শেষ হলে স্বাস্থ্য বিভাগের আমুল পরিবর্তন আসবে। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরার অনুরোধ করেন অংসুই প্রু চৌধুরী।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংসুই প্রু চৌধুরী আরো বলেন, শহরের সুখীনীল গঞ্জে মিনি বোটানিকেল গার্ডেনের মিনি চিরিয়াখানাটি বন্ধ করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।