বাংলাদেশ আওয়ামী লীগ চিৎমরম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ এর সদস্য মোঃ হাবিবুর রহমানকে তুলে নিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা।
সোমবার সন্ধ্যায় কাপ্তাইয়ের চিৎমরমে এ ঘটনা ঘটে। প্রতিবাদে সোমবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত কাপ্তাই চট্টগ্রাম সড়কে অবরোধ করেছে আওয়ামী লীগ ও সহযোগী দলের নেতা কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার এর উদ্যোগে বিহার সংলগ্ন মাঠে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান দায়ক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ অনুষ্মঠানে চিৎমরম এলাকায় হাজার হাজার দায়ক দায়িকার উপস্থিত ঘটে। এ অনুষ্ঠান ঘিরে পুরো চিৎমরম এলাকায় ব্যপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল।
এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬ টার পর কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর রেস্ট হাউজ এর পাশ হতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে সন্ত্রাসীরা ধরে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে প্রচন্ড মারধর করার পর আমতলী নামক স্থানে রাস্তার পাশে রেখে যায়। খবর পেয়ে দলের নেতাকর্মীরা আহত মোঃ হাবিবুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন অভিযোগ করেন, জেএসএস এর অস্ত্রধারী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হাবিবুর রহমানকে চিৎমরম এলাকা হতে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করে চিৎমরম এর আমতলী এলাকায় রাস্তার পাশে ফেলে চলে যায়।
যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিৎমরম রেস্ট হাউস এলাকা হতে সন্ধ্যা একদল পাহাড়ী সন্ত্রাসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে তুলে নিয়ে গিয়ে মারধর করে চিৎমরম বৌদ্ধ বিহার এলাকার পাশে ফেলে রেখে চলে যান।
তিনি আরোও জানান, এই ঘটনায় তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পরও এ ঘটনায় সমগ্র চিৎমরম এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
চীবর দান অনুষ্ঠান শেষে ব্যাপক আইন শৃঙ্খলার উপস্থিতির পরও এই ঘটনায় সমগ্র চিৎমরম এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইস চৌধুরী বলেন জেএসএস সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগের ব্যাপারে জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, কাপ্তাইয়ে জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। আওয়ামী লীগের লোকেরা নিজেরা মারামারি করে জেএসএসর উপর দোষ চাপাচ্ছে।