খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে ৫দিনব্যাপী (২১আগস্ট-২৫আগস্ট) “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির উপকারভোগীদের হেল্থ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ হেলথ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধনকালে আলোচনা সভায় বক্তারা বলেন,স্বাস্থ্য সচেতনতা হলো কিছু অভ্যাসের আচরণ, যার দ্বারা আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ‘স্বাস্থ্যই সম্পদ’ এটি একটি বহু পরিচিত বাক্য। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সকল মায়েদের স্বাস্থ্য সচেতনতা দরকার। মায়েরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। যেন স্বাস্থ্য জটিলতা থাকে,সে জন্য প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সকল ভালো থাকুন,স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেলে স্বাস্থ্যের ঝুঁকি কম থাকে।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিবাট পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ড. এমরান হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, জেলা সহকারী সিভিল সার্জন ড. মিটন চাকমা প্রমুখ।