বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সোশ্যাল মিডিয়ায় বিজিবির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশে প্রতিবাদ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুন ২৬, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

গত ২৫ জুন ২০২৫ তারিখ “লংগদুতে বিজিবি কর্তৃক জুম্ম গ্রামবাসীকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন” শিরোনামে একটি বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ আকারে প্রকাশিত হয়েছে পাহাড়ে বসবাসরত সন্ত্রাসী গোষ্ঠীর Hill voice নামে একটি ওয়েব সাইডে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং প্রকৃত ঘটনার সম্পূর্ণ বিপরীত বলে জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ তথা রাজনগর ব্যাটালিয়ন।

বর্ডার গার্ড বাংলাদেশ তথা রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, তারা সর্বদা সংবিধান ও রাষ্ট্রীয় দায়িত্বের আলোকে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত। বিজিবি কখনই কোথাও সাদা পোশাকে টহল পরিচালনা করে না। পার্বত্য অঞ্চলে বিজিবি সবসময় তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে। স্থানীয় সকল সম্প্রদায়ের জনগণের প্রতি বিজিবির দৃষ্টিভঙ্গি বরাবরই সহানুভূতিপূর্ণ ও সহযোগিতামূলক। বিজিবি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে থাকে এবং কখনোই কোনো সম্প্রদায়কে হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের নীতি গ্রহণ করে না।

শান্ত- সম্প্রীতি-উন্নয়ন এর আওতায় ২৫ জুন ২০২৫ তারিখ সেক্টর কমান্ডার, বিজিবি রাঙ্গামাটি এর সভাপতিত্বে স্থানীয় হেডম্যান, কারবারী, চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়কে সম্প্রীতি বজায় রেখে একত্রে সহাবস্থানের অনুরোধ জানান হয়।

প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভুলভাবে উপস্থাপন এবং বিজিবির পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে। বিজিবি এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তারা আরও বলেন, উক্ত প্রতিবেদনে উল্লেখিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে তিনজন নিরীহ দোকানদারকে লক্ষ্য করে যেসব তথ্য দেওয়া হয়েছে, তার কোনো ভিত্তি নেই এবং এসবের মাধ্যমে স্থানীয় জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে। এটি শুধু নিরীহ দোকানদারদের সম্মানহানি করে না, বরং একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তি বজায় রাখা, সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান, জরুরি সময়ে চিকিৎসা সহায়তা ও প্রশিক্ষণ প্রদান, এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবির সদস্যরা পাহাড়ি ও বাঙালি — উভয় সম্প্রদায়ের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে থাকেন।

বিশেষ করে দূর্গম পাহাড়ি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা করা বিজিবির অন্যতম দায়িত্বের অংশ। তারা কখনোই জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করার কাজে লিপ্ত থাকে না।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )সব সময় নিয়মতান্ত্রিকভাবে ইউনিফর্ম পরে কর্তব্য পালন করে থাকে। ভীতি প্রদর্শনের অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা।

বিজিবি সব সময় সাধারণ জনগণের পাশে থাকে এবং পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে। এ ধরনের ভিত্তিহীন ও প্ররোচনামূলক প্রতিবেদন শুধু জনমনে বিভ্রান্তি ছড়ায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বর্ডার গার্ড বাংলাদেশ তথা রাজনগর ব্যাটালিয়ন জানান, আমরা এই সংবাদে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি সংশ্লিষ্ট গণমাধ্যম ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখবে। এই ধরনের ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন শুধু সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে দূরত্ব বাড়ানোর অপচেষ্টা। আমরা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টি মিথিলা রোয়াজার মনোনয়ন জমা

তথ্য অধিকার নিশ্চিতেই প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক অধিকার– শারমিন জাহান

টিকটকে প্রেম, সন্তানসহ গৃহবধূকে ঢাকায় উদ্ধার, আটক প্রতারক 

কাপ্তাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায়

আধুনিকতার ছোঁয়া নিয়ে শিলছড়িতে তৈরী হচ্ছে নিসর্গ প্রিমিয়াম পড হাউজ

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে চিএাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

রামগড়ে বিজিবি’র মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: