খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপিতে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষনের চেষ্টা করার অভিযোগ উঠেছে একই এলাকার স্থানীয় যুবক মোঃ পারভেজের বিরুদ্ধে।
বুহঃস্পতিবার সন্ধায় উপজেলার বড় মেরুং এলাকায় এই শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ঐ যুবকে গনধোলাই দেন। পরে স্থানীয় মেম্বার হোসেনের উপস্থিতে যুবকটিকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।এই যুবক একই এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ পারভেজ(২৩)
এ ঘটনায় সরেজমিনে গেলে শিশুটির মা জানায়, মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে নদীর পাড়ে নির্জন একটি জামগাছের নিচে নিয়ে যায়। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের পড়াশুনা করেন। এসময় শিশুটি জানায় নির্জন জায়গায় নিয়ে তার পেন্ট খুলে ফেলা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বলেন, আমি মামলা করবো এর সুস্থ বিচার চাই।
এদিকে স্থানীয় মেম্বার হোসেন বলেন, যুবকটিকে ধরার পর স্থানীয়রা মারধর করে আটকে রাখে। পরে পুলিশ ঘটনা স্থালে আসার পর যুবকটি নিয়ে যায়। এই যুবক পূর্বে এই এলাকায় ৩৫ হাজার টাকাসহ চুরি ঘটনায় ধরা পরে।
এ ঘটনায় দীঘিনালাা থানার উপ-পরিদর্শক মোঃ শাখাৎয়াত জানান, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।