খাগড়াছড়িতে বিজিবির সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চালানো হচ্ছে নিয়মিত অভিযান। গত নয় মাসে অভিযানে মাদক, বিভিন্ন চোরাচালানের মালামাল ও অস্ত্র, গুলি উদ্ধারসহ ২৭ জন’কে আটক করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এ তথ্য জানিয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙার যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে যামিনি পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন উপস্থিত ছিলেন তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এলাকার ৫৪০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। রিজিয়নের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে। অভিযানে চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।
এছাড়াও খাগড়াছড়ির সীমান্তে অবৈধভাবে পুশ ইন জিরো ট্রলারেন্সে নেমে এসেছে। সীমান্তে সক্ষমতা বাড়াতে বিওপি বাড়ানোসহ পাহাড়ে অপারেশন উত্তরণের আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি, গান পাউডার, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল। এছাড়াও বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি আটক করা হয়েছে।
এ সময় ২৩ বিজিবির সহকারী পরিচালক আবুল লেইচসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।