রাঙামাটির কাউখালী উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সন্মেলন করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক তালুকদার।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ছগির আহম্মদ, বেতবুনিয়া ইউনিয়নের সহসভাপতি আবু জাফর, উপজেলা জাসাসের সভাপতি কামাল উদ্দীনসহ অন্যান্যরা।
সংবাদ সন্মেলনে বলা হয়, চট্টগ্রাম থেকে প্রকাশিত দুটি দৈনিকে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদেকর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্হানে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ প্রচার করা হয়েছে যা মানহানিকর। কাউখালীতে ইটভাটা থেকে বিএনপি নেতারা ৩৬ লাখ টাকা চাঁদাবাজি করেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
নেতারা বলেন, আওয়ামীলীগ নেতাদের ইন্ধনে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে এ মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। সম্প্রতি কাউখালীতে আওয়ামী লীগ নেতাদের আয়োজনে বেতবুনিয়া দীপংকর তালুকদার কলেজের একটি অনুষ্ঠানে বিএনপির তিন নেতার যোগদানকে কেন্দ্র করে সাময়িক বহিস্কার হওয়া নেতারা এসব অপপ্রচার করাচ্ছে।