মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কাপ্তাইয়ে উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জুন)সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর
আয়োজনে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরী ” হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। এসময় প্রধান অতিথি বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন বলেন, মা ও শিশুর পুষ্টি চাহিদা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে প্রাধান্য দিয়ে মা ও শিশুর সহায়তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা। এসময় ইউপি চেয়ারম্যান, সচিব সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।