রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নিজ জেলায় রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফ জয়ী পাহাড়ি কন্যারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৪, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ণ

রাঙামাটিতে জমকালো সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হলো নিজ জেলায় সাফ জয়ী পাহাড়ি তিন কন্যা সহ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী রেফারি জয়া চাকমা কে। নিজ জেলায় সংবর্ধিত হতে পেরে আনন্দ ও উচ্ছ্বসিত পাহাড়ের কৃতি নারী ফুটবলাররা।

শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে রাঙামাটিতে জমকালো অনুষ্ঠান আর আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির ঋতুপর্ণা ও রুপনা এবং খাগড়াছড়ির মনিকা চাকমাসহ পার্বত্য অঞ্চলের গৌরব জয়া চাকমাকে বরণ করে নেন জেলা প্রশাসনসহ ৪ সরকারি বেসরকারি সংস্থা। রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে সাফ জয়ী নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ জয়ী পাহাড়ের তিন নারীকে জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ীদের নগদ অর্থসহ ক্রেষ্ট প্রদান করা হয়।

রাঙামাটির ঋতুপর্ণা ও রুপনা, খাগড়াছড়ির মনিকা চাকমাসহ সাফ জয়ী পাহাড়ের কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে শনিবার সকালে রাঙামাটিতে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে সকাল সাড়ে ১০টায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদের বরণ করে পর্যটন শহরের প্রধান সড়ক ভেদভেদী-আসামবস্তি-তবলছড়ি-দোয়েল চত্বর-বনরূপা সড়ক প্রদক্ষিণ করে চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পাহাড়ের সাফ ৩নারীকে সংবর্ধনা দেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল রাঙামাটি রিজিয়ন কমান্ডার শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসটি) নাসরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছেন, রাঙামাটি রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, জেলা পুলিশ প্রশাসন, রাঙামাটি পৌরসভাসহ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। সাফ জয়ী নারীদের সংবর্ধনা ঘিরে রবরব সাজে সেজেছে মারী স্টেডিয়াম। নারী ফুটবলারদের আগমনে গোটা পথ ছেয়ে গেছে ফেস্টুন ব্যানারে। সংবর্ধনাকে আরো প্রাণবন্ত করতে পাহাড়ি শিল্পীদের গান ও নাচে সাজানো হয়েছে বিশাল মঞ্চ ও আয়োজন করা হয়েছে সংস্কৃতিক অনুষ্ঠানের আসর।

ব্রিগেডিয়ার জেনারেল রাঙামাটি রিজিয়ন কমান্ডার শওকত ওসমান বলেন, এই তিন সাফ জয়ী নারী আমাদের রাঙামাটিবাসীর গর্ব। আমরা জানি তাদের পারিবারিক ভাবে কিছু কিছু সমস্যা রয়েছে তাই আমরা সবাই মিলে তাদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করবো। এই কৃতি ফুটবলার ওদের কাছ থেকে আমরা অনেক প্রেরণা পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ব ভাবে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম করলে যে উন্নতির শিকড়ে পৌছা যায় সেটার উদাহরণ নারী ফুটবলাররা। আজকের এই সংবর্ধনা থেকে পাহাড়ে আরো শান্তি সম্প্রীতির বিকাশ ঘটবে। আমাদের যে উদ্দেশ্য আমরা সমবেত ভাবে তাদের মাধ্যমে শিক্ষা গ্রহন করতে পারি। দলমত নির্বিশেষে আমরা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা  ও রুপনা চাকমাকে সংবর্ধনা দিতে পেরে ধন্য।

জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল  তালুকদার বলেন, আজকে আমরা তিন সাফ জয়ী নারীকে সংবর্ধনা দিতে যাচ্ছি। এরা আমাদের পাহাড়ের গর্ব ও এরা বাংলাদেশের গর্ব। তারা আমাদেরকে সাফ জয়ী চ্যাম্পিয়ন হয়ে জিতে এনে দিয়েছেন তারা জাতির গর্ব। এই সাফ জয়ী নারী খোলোয়াড়দের যে সমস্যা রয়েছে তা জেলা পরিষদের পক্ষ হতে সমাধান করার চেষ্টা করবো। আগামীতে তাদের মত খেলোয়াড় তৈরি করতে এবং রাঙামাটি থেকে যেনো আরো ভাল খেলোয়াড় উঠে এসে সে ব্যবস্থা গ্রহন করবো।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাফ জয়ী ৩জন নারী খেলোয়াড় রাঙামাটি তথা বাংলাদেশ এর গর্ব। তাদের সংবর্ধনা দিতে রাঙামাটি জেলার প্রশাসনসহ সর্ব মহল আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সবাই অংশ গ্রহন করেছেন। এটি একটি গণসংবর্ধনা সবাইকে সাথে নিয়েই আজকের সংবর্ধনা অনুষ্ঠান। আমরা অবশ্যই তাদের জন্য গর্ব অনুভব করি। তাদের যে সমস্যা রয়েছে সে সমস্যার কিছু সমাধান করা হয়েছে। বাকি সমস্যাগুলো সবাই মিলে সমাধানের চেষ্টা করবো।

সাফ জয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রুপনা চাকমা বলেন, জেলা প্রশাসনের পক্ষ হতে আমাদেরকে যে রাজকীয় ভাবে এত বড় সংবর্ধনা দিয়েছেন সে জন্য আমরা অত্যন্ত গর্ববোধ মনে করি। রাঙামাটিবাসী ও খাগড়াছড়িবাসীর কাছে আমরা চিরকৃজ্ঞ থাকবো। আমরা অনেক খুশি হয়েছি আনন্দিত হয়েছি। আর আমরা এখানে আসলে কিছু খেলাধুলা করতে হয় সে জন্য ঘাগড়া ফুটবল মাঠটি ঠিক করে দিলে আরো ভালো হয়। রাঙামাটি ও খাগড়াছড়ির মাঠগুলো ঠিক করলে ভবিষ্যতে এখন থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, সাফ ৩নারীকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা ও জন প্রতি ৩লক্ষ ৫০হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষে হতে জনপ্রতি ১লক্ষ, রাঙামাটি রিজিয়নের পক্ষ হতে জনপ্রতি ১লক্ষ, জেলা পরিষদের পক্ষ হতে জনপ্রতি ১লক্ষ টাকা ও রাঙামাটি পৌরসভার পক্ষ হতে জনপ্রতি ৫০ হাজার টাকা প্রদান করা  হয়েছে। এছাড়াও এই তিন সাফ জয়ী নারীর বাড়ি-ঘর রাস্তা-ঘাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসনের কর্মকর্তারা। তবে জেলা ক্রীড়া সংস্থা সাফ জয়ী ৩ নারীকে পরে জনপ্রতি ৫০হাজার টাকা দেবে বলে সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অনিয়মের কমিটি তাড়িয়ে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি 

বাঘাইছড়িতে নিহত ইউপিডিএফ সদস্য নিপুণ চাকমার মরদেহ উদ্ধার 

অবৈধ অস্ত্রের মুখে পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কাজ করতে হচ্ছে- দীপংকর তালুকদার 

বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বহাল রাখতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মুরালী পাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিলাইছড়ির বড়থলিতে সন্ত্রাসীদের গুলিতে তিন গ্রামবাসী নিহত

কাপ্তাইয়ের সাপছড়ি ও রাইখালীর রায় সাহেবের বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

কাপ্তাইয়ে মহিলাদের সেলাই মেশিন বিতরণ

%d bloggers like this: