কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন তিন তলা ভবনে আজ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় হটাৎ করে আগুন লাগার খবর পাওয়া যায়।
জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৩ তলা ভবনের নিচতলায় দুপুর ২ টার সময় হটাৎ করে বিদ্যুতের সর্টসার্কিট হতে আগুন লেগে যায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা রোগী লোকজন চিকিৎসক এবং স্টাফরা দৌড়ে ভবনের বাহিরে নিরাপদে চলে যান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অগ্নি নির্বাপকের সাহায্যে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় (১ম তলা) অগ্নিকান্ডের সুত্রপাতস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
খবর পেয়ে কাউখালীর কচুখালীতে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গাড়ি নিয়ে দৌড়ে ঘটনাস্হলে আসেন। ততক্ষণে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহজাহান বলেন, আমরা অফিসে ছিলাম হটাৎ আগুন লেগেছে বলে চেচামেচি শুনে বাহিরে নিরাপদে চলে আসি। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স কাউখালী স্টেশনের পরিদর্শক মোঃ রেজাউল করিম বলেন, এটি বিদ্যুৎ সর্ট সার্কিটের কারণে এই অগ্নি কান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে হয়। তবে যথা সময়ে শর্টসার্কিটের আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই নতুন তিন তলা ভবন এবং মানুষজন বড় বিপদ হতে রক্ষা পেল বলে তিনি জানান।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজা বলেন আমিতো হতভম্ব হয়ে গিয়েছি। হটাৎ কি ঘটল যাই হোক শর্টসার্কিটের এই দুর্ঘটনা থেকে অনেক বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছি। আমরা নতুন তিন তলা ভবনে গিয়েছি মাত্র এক বছর ও হয়নি।
তবে স্বাস্থ্য্য কমপ্লেক্সে ভিতরে গিয়ে দেখা যায় রোগী এবং রোগীর সংগে থাকা লোকজন চিকিৎসক নার্স অন্য স্টাফরা ভয়ে আতংকিত। স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ধোয়ায় অন্ধকার। সবার চোখে মুখে ভয় কাজ করছে বলে প্রতিয়মান হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউখালী বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসেন বলে জানা যায়।