সত্যে-তথ্যে সবার আগে—এই অঙ্গীকারকে সামনে রেখে ২০২৪ সালের ১ জুলাই যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। পাঠক-দর্শকের ভালোবাসায় এক বছরের এই পথচলা এখন আরও পরিণত। এক বছর পূর্তির এই বিশেষ দিনে মঙ্গলবার বিকেলে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন। তিনি বলেন, সাফল্যের সাথে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি নিঃসন্দেহে আনন্দের বিষয়। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় ইতিবাচক ও নির্মল সাংবাদিকতার যে ধারা দেখা যায়, তা সময়ের দাবি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা এবং রাঙামাটি জেলা রোভার স্কাউটসের কমিশনার নুরুল আবছার।
আলোচনায় অংশ নেন সময় টিভির জেলা প্রতিনিধি হেফাজতুল বারী সবুজ, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি হিমেল চাকমা, সমকাল ও একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, এখন টেলিভিশন ও খবরের কাগজের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি রকিব উদ্দিন রকি ও পাহাড়ের খবরের স্টাফ রিপোর্টার মহিবুল্লাহ নোহাস সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ২০১০ সালের ১০ জানুয়ারি “আংশিক নয়, পুরো সত্য” স্লোগানে কালের কণ্ঠ পত্রিকার মূল যাত্রা শুরু হয়। আর মাল্টিমিডিয়া বিভাগ যাত্রা করে ২০২৪ সালের ১ জুলাই, যেখানে শুধু সংবাদ নয়, ভিডিওচিত্রের মাধ্যমে জীবন্ত বাস্তবতা তুলে ধরা হয় পাঠক-দর্শকদের সামনে। একইসাথে যে কোন ঘটনা দ্রুততার সাথে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
মোবাইল জার্নালিজম বা মোজোর মাধ্যমে মাঠপর্যায়ে সরাসরি তথ্য সংগ্রহ ও পরিবেশন করে যে সাহসী ধারার সূচনা হয়েছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে—এমন প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।