রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৫ মে) সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) এর উদ্যোগে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ঘাটে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় মৎস্য ও প্রানিসস্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) কাজী আশরাফ উদ্দীন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু সহ মৎস্যজীবি ও মৎস্য ব্যবসায়ী প্রতিনিবৃন্দ।