খাগড়াছড়ি পার্বত্য জেলার ভারত সীমান্ত লাগোয়া রামগড় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় জোন (৪৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই কার্যক্রমে রামগড় জোন কর্তৃক স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি সকলের হাতে এসব মানবিক সহায়তা বিতরণ করেন। এসময় তিনি বলেন, “বিজিবির দায়িত্ব শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়; বরং সাধারণ মানুষের পাশে দাড়ানো। সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
মানবিক উদ্যোগের অংশ হিসেবে এদিন রামগড় জোন কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণের জন্য ০৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়, খাগড়াবিল ও সোনাইপুল মাদ্রাসার জন্য ০৪টি সিলিং ফ্যান ও ০৪টি হোয়াইট বোর্ড সরবরাহ করা হয়। এছাড়া অন্তুপাড়া জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং স্থানীয় মসজিদের জন্য একটি আইপিএস প্রদান করা হয়।
একই সাথে এদিন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষদের মাঝে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয় বিজিবির পক্ষ হতে। বিজিবি সূত্র জানায়, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শুধু সীমান্ত রক্ষা নয়, স্থানীয়দের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখা হচ্ছে।