শনিবার, মার্চ ২৫News That Matters

রাজস্থলীর সাংবাদিক চাউচিংয়ের মৃত্যু 

শেয়ার করুন:

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি। 

রাজস্থলীর সাংবাদিক চাউচিং মারমা’র মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম রয়েল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

সন্ধ্যায় আকস্মিক বুকে ব্যথা নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। 

বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকার রাজস্থলী প্রতিনিধি ও রাজস্থলী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক চাউচিং মারমা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করেছেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান ও সদস্যরা।

সাংবাদিক চাউচিং মারমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।  তিনি চাউচিংয়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক চাউচিং মারমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাহাড়ের খবর পরিবার। তার পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *