কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রম কমিউনিটিদের সম্পৃক্তকরণ বিয়ষক স্যানেটাইজেশন সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে সদর উপজেলা মিলনায়তনে আশ্রয় অঙ্গন নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অমর চাকমা। কোভিড-১৯ এর উপর বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন, চট্টগ্রাম বিভাগীয় সমস্বয়কারী (এডাব) মোঃ ফোরকান।
প্রধান অতিথি বলেন, কোডিভ-১৯ থেকে পরিত্রাণ পেতে সকল বিধি নিষেধ এবং সঠিক সময়ে করোনা ভাইরাসের টিকা নিতে হবে। স্কুল,কলেজ,হাট বাজার,গ্রাম মহল্লায় আরো বেশী বেশী সচেতন করতে হবে। এছাড়াও শিক্ষক, হেডম্যান, কার্ব্বারী ও ধর্মীয় গুরুদের মাঝে করোনা র্নিমূলে আমরা সচেতন হতে পারি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক সুজন দেওয়ান,সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা প্রকাশ ভাগ্য, ১০২ নং রাঙ্গাপানি জৌজার মহিলা হেডম্যান আলোসোনা চাকমা, সাংবাদিক এম.কামাল উদ্দিন, আইএসপি(এডাব) রাঙামাটি জেলার রিপন চাকমা ও শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,আশ্রয় অঙ্গন ডিষ্ট্রিক প্রোগাম ম্যানেজার রুপেশ চাকমা।
সভায় অংশ গ্রহন করেন, স্থানীয় মিডিয়াকর্মী, চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, স্কুল শিক্ষক, ব্যবসায়িসহ আরো অনেকে। সভার আয়োজনে ছিলেন ইলমা ও আশ্রয় অঙ্গন।