
রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমার ঘুষ গ্রহনের অভিযোগে তাকে দ্রুত গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে সদর উপজেলা ভূমি অফিসের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘুষখোর জেনন চাকমাকে রক্ষাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। সম্প্রতি জেনন চাকমার ঘুষ গ্রহনের ভিডিও একটি স্থানীয় অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেনন চাকমাকে সদর ভূমি অফিস হতে লংগদু ভূমি অফিসে বদলী করা হয় ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সার্ভেয়ার জেনন চাকমাকে সংশ্লিষ্ট প্রশাসন বিভাগীয় ব্যবস্থা নিয়ে সুকৌশলে তাকে লংগদু ভূমি অফিসে বদলী করে দেন। এধরনের ঘুষের সাথে জড়িত জেলা প্রশাসনের অনেকেই রয়েছেন আমরা খুব শিগগিরই তাদের চেহারা জনগণের সামনে তুলে ধরবো।
এসময় উপস্থিত ছিলেন, বাঙালি অধিকার আন্দোলনের নেতা কামাল উদ্দিন, এনসিপি নেতা শহিদুল ইসলাম খান, ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল, সাবেক বাঙালি ছাত্র পরিষদের নেতা মোঃ জাহাঙ্গীর আলম ও বাঙালি আন্দোলনের নেতা সাখাওয়াৎ হোসেনসহ আরো অনেকে।