ফিটনেস বিহীন গাড়ী চালানোর অপরাধে কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯টি মামলায় ৫ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৭ নভেম্বর কাপ্তাই সড়কের রেশম বাগান চেকপোস্টে সকাল ১০টা ৩০মিনিট হতে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ফিটনেস বিহীন, লাইন্সেস বিহীন, হেলমেট বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে গাড়ী চালানোর অপরাধে ৯ টি পিকআপ, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল এর বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয় এবং ৫ হাজার ১ শত টাকা আদায় করা হয়।
এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।