রাঙামাটির নানিয়ারচরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা।
র্যালি ও আলোচনা সভায় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সঠিক সময়ে পোষা প্রাণীর টিকা প্রদান এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করলেই জলাতঙ্ক নির্মূল করা সম্ভব।


















