কাপ্তাই লেকের সরকারি খাস জমি দখল করে ইমারত নির্মাণের দায়ে দুজনকে পৃথকভাবে মোট তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বন্ধ করে দেয়া হয়েছে নির্মাণ কাজও।
সোমবার (৩০ মে) দুপুরে জেলা সদরের আসামবস্তি আর্জেন্টিনা ব্রিজ সংলগ্ন এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়। পরে বিনাশ্রম কারাদন্ড দিয়ে দু’জনকেই কারাগারে পাঠানো হয়। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবরটি নিশ্চিত করেছেন।
সোমবার জেলা সদরের আসামবস্তি এলাকায় কাপ্তাই লেকের মধ্যে জলেভাসা জমি অবৈধভাবে দখল করে সহযোগীদের নিয়ে ইমারত নির্মাণ কাজ করছিলেন দন্ড পাওয়া দু’জন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ইউএনও পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান।
এ সময় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে অবস্থান করা মিশু মল্লিক ও তার সহযোগী অমৃত গুপ্ত অপুকে পৃথকভাবে মোট তিন দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে মিশুর সহযোগী অন্য শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন এবং একইসাথে নির্মাণকাজ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, কারাদণ্ডাদেশ পাওয়া মিশু মল্লিক এসময় ভ্রাম্যমাণ আদালতের সাথে বাকবিতন্ডা করতে থাকে। পরে মিশু ও তার সহযোগী অপুকে রাঙামাটি কোতোয়ালি থানার এস আই মাসুদের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে আইনী প্রক্রিয়া শেষে দু’জনকে জেলে পাঠায় থানা পুলিশ।