খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে দলীয় প্রোগ্রামের প্রস্তুতি সভায় অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত করার অভিযোগে দীঘিনালা আওয়ামী লীগের ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা বিএনপি’র সহসভাপতি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী (অপু) সহ ১১৮ আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়।
এসময় এজাহারে উল্লেখ করা হয়, ২০ জুলাই ও ২৫ আগষ্ট ২০২২ সালে দীঘিনালা বিএনপি প্রধান কার্যালয়ে হামলা, নেতাকর্মীর ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে ধরা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হক বলেন, যাচাই-বাছাই শেষে একটি মামলা গ্রহণ করা হয়েছে।