‘হুমকি ধামকি-কে রাজনৈতিক পথ চলার অলংকার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জোতি চাকমা।
বলেন-‘এরকম হুমকি ধামকি থাকবে। রাজনীতি করতে গেলে এগুলো আমাদের আসবেই। কেউ শত্রুতাবশত করবে, কেউ ভালোবেসে, কেউ বা পথনির্দেশনা দেওয়ার জন্য করবে। এগুলো আমরা পাথেয় হিসেবে নিবো। আমরা মনে করছি এটা আমাদের রাজনৈতিক পথ চলার অলংকার। আমরা সবার মতামতকে প্রাধান্য দিয়ে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যা করণীয় সেটাই করবো’।
আজ (রবিবার, ১৫ জুন) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি হোটেলে আয়োজিত নতুন কমিটির সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।
এসময় যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখানে নাগরিক পার্টি করেছি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাজি করার জন্য নয়। আমরা এসব করবো না। এসবে হাত পড়বে মনে করে অন্যদের শংকিত হওয়ার কোন কারণ নাই। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাবো’।
অনুষ্ঠানে যুগ্ম সমন্বয়কারী উজ্জল চাকমা, জাকির হোসেন চৈাধুরী, মোঃ সাহেদুল ইসলাম, শাহিদুল ইসলাম খান, দিবাকর চাকমা সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতারা।