বুধবার, মার্চ ২২News That Matters

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

শেয়ার করুন:

রাাঙামাটি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কোতোয়ালী থানার  ওসি আরিফুল আমিন।

রবিবার সকালে কোতয়ালী থানায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে প্রেসব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার।

এসময় পুলিশ সুপার বলেন, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে জেলা পুলিশ বিশেষ করে রাঙামাটিতে টিম কোতয়ালী, টিম ডিবি ও সাইবার ইউনিট কতৃক আমাকে ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেখিয়েছে।

এদিকে সম্প্রতি রাঙামাটিতে মোটরসাইকেল উদ্ধার, মোটরসাইকেল চোর আটক, মাদক ও জুয়াড়ি গ্রেফতারসহ বেশ কিছু অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা। তাই জেলা পুলিশ এই জেলাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আরিফুল আমিনকে নিবাচিত করা হয়েছে।

তিনি আরো বলেন, ভাল কাজের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় এবং জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) জাহেদুল ইসলাম ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *