কিছুদিন পর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাই আগেভাগে প্রিয় দলের জন্য পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এক যুবক।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায়এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম দীপেন ত্রিপুরা (১৯)। সে সুকুমার ত্রিপুরার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গাছে উঠে আর্জেটিনা পতাকা ঝুলাতে গিয়েছিল কলেজ পড়ুয়া ছাত্র দীপেন ত্রিপুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
খাগড়াপুরের স্থানীয় এক বাসিন্দা জানান, দীপেন ত্রিপুরা একটি তাজা বাঁশে আর্জেটিনার পতাকা টানিয়ে পতাকার বাঁশসহ গাছে উঠে দীপেন। বাঁশটি কাঁচা হওয়ায় বাঁশটি গাছের পর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে লেগে বিদ্যুৎ প্রবাহিত কিছু সময় গাছে আটকে থাকার পর দীপেন ত্রিপুরা গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দীপেন ত্রিপুরার বন্ধু অনিক ত্রিপুরা বলেন, বন্ধু আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গতকাল বিকেল পর্যন্ত এক সাথে ছিলাম। দীপেন ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।