শিশু কিশোরদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, পুরস্কার বিতরণ এবং শুভেচ্ছা আলোচনার মধ্য দিয়ে শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার ব্রিকফিল্ড মাঠ অনুষ্ঠিত হলো জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর শাখা আসর কেপিএম চন্দ্রঘোনা চম্পাঁকুড়ি খেলাঘর আসরের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এইসময় বক্তারা বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ বিশ্ব প্রয়োজন, তাদের সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার মাধ্যমে বিকশিত করার সুযোগ দিন।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিজিবি রাঙমাটি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ , রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, কেপিএম এর জিএম (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, উত্তর জেলা খেলাঘর আসর এর সহ সভাপতি রওশন আরা চৌধুরী, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ পাটোয়ারী, ইমাম হোসেন স্বপন ও উৎপল ভট্টাচার্য ।
চম্পাঁকুড়ি খেলাঘর এর প্রতিষ্ঠা সদস্য জালাল উদ্দীন সাগর এর সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতিত্ব করেন চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর সভাপতি শফিকুল ইসলাম মানিক।
পরে সংগঠনের সাংস্কৃতিক দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।