যথাযথমর্যাদায় রাঙামাটিতে জেলা আনসার ও ভিডিপি দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে আনসার ও ভিডিপি বেলুন উড়িয়ে ভিডিপি দিবস-২০২৫ এর অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন(বিপিএম)।
এউপলক্ষে জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আনসার ও ভিডিপি কার্যালয় হতে রাঙামাটি সদর জোনপর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসনার ভিডিপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং ৩০জন স্বেচ্ছাসেবীভিডিপি সদস্য রক্তদান করেন।
এসময়আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুর। এরপর তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য রাঙামাটির সকল সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আনোয়ার জাহেদ এবং বিভিন্ন উপজেলা হতে আগত কর্মকর্তা-কর্মচারী ও ১৫০জন ভিডিপি সদস্য-সদস্যা। উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে। হাটি-হাটি পা করে গৌরবের সহিত এই পর্যন্ত এসে পৌছেছে। আনসার ও ভিডিপি দেশ এবং জাতির জন্য কাজ করে আসছে। যে কোন দুর্যোগ ও দেশের প্রতিকূল অবস্থায় আনসার ও ভিডিপি’র ভূসিকা অপরিসীম।