রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদুল আজহার দিন কোরবানি দিতে গিয়ে পশু এবং ধারালো ছুরির আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এমন ১৩৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে এবং সড়ক দুর্ঘটনায় আহত ১০-১২ জনকে রাজধানী বিভিন্ন এলাকা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত ১৩৪ জন আমাদের এখানে এসেছেন। তাদের সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ডা. আমান বলেন, কোরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে আহতদের কারও আঙুল কেটেছে, আবার কারও ধারালো অস্ত্রে আঘাত লেগেছে। এ ছাড়া পশুর আঘাতেও আহত হয়েছেন অনেকে। গরুর শিংয়ের আঘাতে আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।