রাঙামাটির পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার , উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদ আহম্মদ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই মাসে শহীদ হওয়া বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। জুলাই শহীদ দিবস এর তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় শহীদদের স্মৃতি স্মরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।