রাঙামাটি জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাঠালতলির জেলা বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
এ সময় তিনি বলেন, দেশ আজ একটি ক্রান্তিলগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ১৯৭৪ ও ৭৫ সালের মতো দুর্ভিক্ষ শুরু হয়েছে। সাধারণ মানুষ মুখ খুলতে পারছে না। দেশে দ্রব্য মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক এ্যাডভোকট শাহানা আক্তার শানুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দীপন তালুকদার, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য লুৎফা খাতুন স্বপ্না সহ রাঙামাটি জেলা মহিলা দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এর আগে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।